ওয়ার্ডপ্রেস কনফিগারেশন ফাইলের দশটি টিপস এবং ট্রিকস


ওয়ার্ডপ্রেসের কনফিগারেশন ফাইলে কিছু পরিবর্তনের মাধ্যমে যে কত কিছু করা যায়, অনেকেই সেটা জানেন না। আজকের আর্টিকেলে আমি সেইসব টি্রকস নিয়ে আলোচনা করব। এই আর্টিকেলটি মূলত ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্সড ইউজার দের জন্য – তবে কিছু কিছু সেটিংস যারা নতুন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শুরু করেছেন তাদেরকেও সাহায্য করবে।

টিপ ১: সহজে ওয়ার্ডপ্রেসের রিপোজিটরী থেকে প্লাগইন এবং থিম ইনস্টল করা: নিজের মেশিন সেটা লোকালহোস্ট বা ডেডিকেটেড অথবা ভিপিএস সার্ভার হোক, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল থেকে প্লাগইন বা থিম সার্চ করে ইনস্টল করতে গেলেই ওয়ার্ডপ্রেস সার্ভারের এফটিপি ডিটেইলস জানতে চেয়ে একটা স্ক্রিন শো করে। সেখানে এফটিপি ডিটেইলস না দেয়া পর্যন্ত আপনি ইনস্টল করতে পারবেন না। এই বিরক্তিকর স্টেপটি বন্ধ করার জন্য কনফিগারেশন ফাইলে নিচের মত করে একটি ইনস্ট্রাকশন লিখুন Continue reading